তাইসলাম॥ হারুন উর রশিদ ঢাকা এসেছেন কাতার থেকে। কাতার এ বিমান উঠার আগে বাড়ীতে স্বজনদের সাথে কথা হয় তার-তাদেরকে নির্দিষ্ট সময়ে থাকতে বলেন এয়ারপোর্ট এ। ঢাকায় বিমান থেকে নামার পর ব্যাগ সংগ্রহ করে বের হয়ে যান আগমনী টার্মিনাল ১ এ। কিন্তু বের হয়ে কাউকে না দেখে চিন্তায় পড়ে যান। কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন সে উপায় খুঁজে পাচ্ছিলেন না-কারন তার কাছে বাংলাদেশী সচল সিম নেই। বাধ্য হয়ে অন্য মানুষকে অনুরোধ করতে হয় একটা ফোন দেয়ার জন্য। অনেকে সাহায্য করেন- আবার অনেকে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। অনেক প্রবাসী বিশেষ করে যারা অনেক দিন পর দেশে আসেন তার প্রায়ই এই সমস্যায় পড়েন।
প্রবাসীদের এই সমস্যা সমাধানের জন্য ইঞঈখ যাত্রীদের জন্য ফ্রী টেলিফোন এর ব্যাবস্থা রেখেছে। কিন্তু অনেকে না জানা থাকার কারণে এখনো স্বজনদের সাথে যোগাযোগ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ইমিগ্রেশন শেষ করার পর বেল্ট এলাকায় যাত্রীদের জন্য চারটি ফ্রী টেলিফোন আছে।
এর মাধ্যমে আপনি সহজেই বাইরে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন। ক্যাব এর পক্ষ থেকে আছে মোবাইল চার্জার স্টেশন-যার মাধ্যমে আপনি আপনার চার্জবিহীন ফোন সচল করতে পারবেন। এছাড়া দেশের সকল মোবাইল কোম্পানির বুথ আছে গ্রীন চ্যানেল এর সামনে যেখান থেকে রিচার্জ করা ছাড়াও কেনা যাবে নতুন সিম। তথ্যসূত্রঃ- Airport Armed Police Battalion