টিআইএন॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব নির্বাচিত হলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। এ ছাড়া তিন মন্ত্রণালয়ে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমপর্যায়ের।
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্বে আছেন কামাল আবদুল নাসের চৌধুরী। চুক্তিতে থাকা কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ আজ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।
ভারপ্রাপ্ত তথ্যসচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদকে। আর ভারপ্রাপ্ত খাদ্যসচিব করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদকে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসীনকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।