টিআইএন॥ জিয়া একজন যুদ্ধাপরাধী। তিনি দেশ চালাতেন কারফিউ দিয়ে। যশোরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার বিকেলে যশোরে ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্যে রাখার সময় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয় দেশ এগিয়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদশ স্বাধীন দেশ হিসেবে গড়ে উঠবে। ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে এটাই ছিলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের সুখ শান্তি ফিরে আসে। এ সময় তিনি বিএনপি জামাতের উদ্দেশে বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বিএনপি জামায়াত।