কসবায় আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ও আলোকিত মানুষ গড়ার অঙ্গিকার নিয়ে কসবার ঐতিহ্যবাহী সিডিসি স্কুল গত ১ জানুয়ারি শিশুদের বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব পালন করে।  বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সিডিসির প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; কসবা-আখাউরা সার্কেল এ.এস.পি মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন; প্রবীন ব্যক্তিত্ব শিক্ষানুরাগী বজলুর রহমান, অধ্যাপক মোকাররম হোসেন সুইট, ওডিপি’র চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষে জাতীয় সংগীতের মধ্যদিয়ে বই উৎসব শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, “শেখ হাসিনা সরকার তাঁর সরকারের আমলে প্রতিবছরই বছরের শুরুতে প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। এটা প্রমাণ করে এই সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি নিরক্ষরমুক্ত জাতি গঠনে ও সরকারের ভিশন বাস্তবায়নে সকলকে এক যুগে কাজ করার আহ্বান জানান। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, ২০৪১ সালে তোমরাই উন্নত রাষ্ট্র হিসেবে এদেশকে নেতৃত্ব দেবে। সিডিসি’র প্রধান  সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। তাঁর আমলে প্রতিবছরই শিক্ষাবর্ষের প্রথম দিনে আমরা শিশুদের বই দিতে পারছি। প্রধানমন্ত্রী আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন’। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. অলিউল্লাহ সরকার অতুল।
এদিকে কসবা মডেল সরকারি প্রাথমকি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যৌথ উদ্যোগে বই উৎসবের আয়োজন করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।
উপজেলা চেয়ারম্যান তার বক্তৃতায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার । বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার মান উন্নয়নে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে,যাতে এ দেশের মানুষ একটি শিক্ষিত জাতীতে পরিনত হয়। ২০২১ সালেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে উন্নত বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরা। তাই তোমাদেরকে গড়ে উঠতে হবে জ্ঞান-বিজ্ঞানে শানিত হয়ে এবং আদর্শ মানুষরূপে। তোমরাই জাতির পিতা বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়ন করবে”।
এদিকে বই উৎসবকে ঘিরে কসবার প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এবতেদায়ী মাদরাসা, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো বর্ণিল অনুষ্ঠানমালা।

Leave a Reply

Your email address will not be published.