” শ্রমিক ”
এডঃ মোঃ হারুনুর রশিদ খান
শ্রমিক তোমায় অভিবাদন, তুমি-ই উন্নতির সোপান,
শ্রমিক তুমি জাতির মান , তুমি জাতির প্রান,
তোমার আছে শক্তি সাহস, কর্ম অভিলাস,
যা সফলতার আশ।
নিবেদিত শ্রমে শ্রমিক তোমায় স্বাগতম,
দেশ-বিদেশে গড়েছ বরেন্য জীবন।
যথায় রহে না শ্রমের মান, সেথায় নাহি উন্নয়নের বান
দৈহিক শ্রমিক খাটি শ্রম, যাতে নেই কদর্য আবরণ।
আমরা যে সবাই শ্রমিক কয়জনই তা ভাবে?
কেহ রহে কায়িক শ্রমে, কেহ রহে মেধার মননে,
শ্রমের পাওনায় নয়রে তাল বাহানা, এ যেন নয় দয়ার দেনা।
শ্রমে নয়রে কভু হেলা, ফুরিয়ে যাবে বেলা,
শ্রম সার্থক হউক, শ্রমজীবীর জয় হউক।