আলহাজ্জ্ সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে ৫ম শেণীতে এ + প্রাপ্তদের ৩ জন এবং ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম শ্রেণীতে উত্তীর্ণ শীক্ষার্থীদের যারা এ+ গ্রেডে উর্ত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে বৃত্তি প্রদান করা হয় এবং সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
আগামী দিনের নতুন আঙ্গিকে এবং উদ্যোমে শিক্ষা জীবন শুরু করার লক্ষে এই উৎসাহমুলক প্রনোদনার আয়োজন। বিশেষ করে দশম শ্রেণীর যারা এবারের এইচ এস সি পরীক্ষার্থীদের থেকে দশজনকে ভাল ফলাফলের ভিত্তিতে পুরস্কার, নগদ টাকা এবং সার্টিফিকে দেয়া হয়।
শিক্ষক মুল্যায়নে তিনজনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ক্রেষ্ট ও এককালীন সম্মানী এবং সার্টিফিকেট দিয়ে সম্মানীত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত এলামনাই এসোসিয়েশনের সম্মানীত সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছাত্র-ছাত্রীগণ সম্মানীত ব্যক্তিবর্গের আলোচনা ও অভিজ্ঞতার কথা শুনে আগামী দিনের আশা উদ্যাম ও নতুন আকাঙ্খার স্বপ্ন বুনার জগনে একধাপ এগিয়ে যায়। অনুষ্ঠানকে আলোকিত করতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা ইসলাম।
সম্মাননা পুরস্কার এবং ক্রেষ্ট বিতরণ করেন জনাব তাজুল ইসলাম (যুগ্ম সচিব); অতিরিক্ত মহা পরিচালক, বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং আহবায়ক, এ. এস. মনিরুল হক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোশিয়েশন।