জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা——- মুহিত

রাইসলাম॥ জাতীয় পরিচয়পত্রে নতুন করে শিক্ষাগত যোগ্যতা যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে এতোদিন যে ৬টি বিষয়ের উল্লেখ থাকতো। এখন আরও দুটি বিষয় (শিক্ষা ও স্থানান্তর) সংযুক্ত করার জন্য পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারী) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিভিল রেজিষ্ট্রেশন অ্যান্ড ভাইটাল muhit speceষ্ট্যাটিসটিকস্ (সিআরভিএস) আন্তর্জাতিক সম্মেলনে অর্থমন্ত্রী একথা বলেন। তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্যাবিনেট ডিভিশন সিআরডিএস সচিবালয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ইডওয়ার্ড বিয়াগবেডার, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইটাল ষ্ট্যাটেজিসের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ ডব্লিউ ষ্টিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীগুলোর পরিধি বাড়াতে সিআরডিএসকে আরো তথ্য সমৃদ্ধ করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, এটা সারা দেশে বাস্তবায়ন হলে নাগরিকরা রাষ্ট্রীয় সেবা গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সুযোগ-সুবিধা নিতে পারবেন। এটা নাগরিক সেবার পরিধি আরও এক ধাপ বাড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published.