টিআইএন॥ গত ২৬/১/২০১৮ইং রোজ শুক্রবার ঢাকায় সকাল ১০টা জাতীয় প্রেস ক্লাবে সম্প্রীত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার প্রতিবাদে মানব বন্ধনও সুধী সমাবেশ আয়োজনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি, প্রধান অথিতি, সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আওয়ামীলীগ মুখপাএ ড. জানাব হাসান মাহমুদ, প্রধান বক্তা, সংগ্রামী জননেতা ঢাকা মহানগর আওয়ামীলীগ দক্ষিণের সাধারন সম্পাদক জননেতা জনাব শাহে আলম মুরাদ, বিশেষ অথিতি আওয়ামীলীগ নেতা এম, এ করিম, বিশেষ অথিতি, সংযক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জনাব আলহাজ্ব মোঃ আল মামুন সরকার, বিশেষ হিসাবে আরোও উপস্থিত ছিলেন সাবেক ছাএনেত এডভোকেট বলরাম পৈদ্দার সহ আরো অন্যান্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাএলীগের কেন্দ্রীয় নেএীবৃন্দু।
সভাপতিত্ব করেন জনাব শাহাদত হোসেন টয়ের, সঞ্চলনা করেন জনাব নওশের আালী।