ফেসবুক বন্ধ করার ক্ষমতা নেই

লাকী॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করার কোনো কথা বলিনি, বন্ধ করার ক্ষমতাও আমাদের নেই। আমি এ কথা কখনো বলিনি যে, আমরা ফেসবুক বন্ধ করে দেবো। nahid fb
গত রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রসঙ্গত, সম্প্রতি প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালে শিক্ষামন্ত্রী ফেসবুক বন্ধের কথা বলেছেন মর্মে সংবাদ প্রকাশ হয়। মন্ত্রী বলেন, আগে প্রশ্নপত্র বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে ফাঁস হতো। সেখানে ব্যবস্থা নেয়ার ফলে এখন সেখান থেকে প্রশ্নফাঁস হয় না। তবে দেড় মাস ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়। তাই দীর্ঘ দিন হাজার হাজার কেন্দ্রে পাহারা দিয়ে প্রশ্ন রাখা বড় কঠিন। ওই প্রশ্নগুলো যখন স্কুলে পৌঁছায়, কিছু শিক্ষক আছেন, যারা প্রশ্ন বিলির আগেই ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পাঠিয়ে দেন। আমরা এ জায়গাতে আটকে গেছি। তাই বলেছি, বিটিআরসি’র সঙ্গে আলাপ করবো।
তিনি আরও বলেন, বিটিআরসিকে বলেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা যায় কি-না, সেটা নিয়ে আলাপও করেছি। বিটিআরসি জানিয়েছে, বিভিন্ন পদ্ধতিতে এসব প্রশ্ন আসে, তাই পরীক্ষার সময়ে তারা সেখানে লোক রাখবেন। পরীক্ষার সময় যদি কিছু হয়, তাৎক্ষণিকভাবে জানাবেন, সে অনুসারে পুলিশ ব্যবস্থা নিবে। আমরা কখনো বন্ধ করে ফেলবো, একথা বলতে পারি না, আমাদের সে ক্ষমতাই নেই।
বিটিআরসি বলেছে সহযোগিতা করবে, তারা বলেছে বন্ধ না করেও অন্যভাবে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published.