কসবায় বিশাল ছাত্র সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক আগামী সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি-জামাত নাশকতার ষড়যন্ত্র করছে

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি- জামাতসহ কিছু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল আবারো নাশকতা করে বাংলাদেশের উন্নয়নের রাজনীতিকে ধ্বংস করার চেষ্ট্রা করবে। ছাত্রলীগ ওই সকল ষড়যন্ত্রকাড়ীদের সকল ষড়যন্ত্র জনগনকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। গতকাল রোববার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের প্রতিটি বাঁকে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। ১৯৫২ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধেও ছাত্রলীগ গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। সুতরাং জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার যে সংগ্রাম ছাত্রলীগের বন্ধুরাই ত্বরান্বিত করবে। মন্ত্রী আরো বলেন; আর কদিন পরই আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন; তোমরাই আগামী দিনের এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমরা তোমাদের উন্নত রাষ্ট্র উপহার দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করছি। আর কদিন পরই বাংলাদেশের প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন হবে। রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-চট্রগ্রাম ডাবল রেলওয়ে লাইনসহ বহুমাত্রিক উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে আছি। খালেদা জিয়ার মামলা প্রসংগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন মামলার বিচার হচ্ছে, স্বাক্ষী প্রমান হয়েছে, যুক্তিতর্ক উত্থাপন হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি এর রায় কোর্ট দেবে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। Anisul hq in kasba student luege meeting
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন; কসবা হলো মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি। কসবা বালক উচ্চ বিদ্যালয়ের ১৪ বছরের ছাত্র মুক্তিযোদ্ধা সালেকের বীরত্বপূর্ন যুদ্ধের বর্ণনা করে বলেন; ছাত্রলীগের প্রতিটি সদস্য যেন আগামী দিনে মুক্তিযোদ্ধা সালেকের মতো বীরত্বপূর্ন ভূমিকায় অবতীর্ণ হয়। তিনি আরো বলেন; ছাত্রদল- ছাত্র শিবিরের সদস্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বলেন; ছাত্রলীগের প্রতিটি সদস্যই এখন জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আমারা সবাই শেখ হাসিনার চেতনা, স্বপ্ন ধারন করবো, লালন করবো এই হোক আমাদের দৃঢ় অঙ্গিকার।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মো.মনির হোসেন ও মো.আল আমিন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহাম্মদ চৌধূরী সজীব, উপ-সাংস্কৃতিক সম্পাদক মো.শাহীন আলম, সহ-সম্পাদক মো.মহসিন উদ্দিন হিমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মো.মাছুম বিল্লাহ, কসবা টি.আলী বিশ্ব বিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো.তাফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল ও আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। উপজেলা সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন ও প্রভাষক হাসিনা জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; টি.আলী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখার সাধারন সম্পাদক মো.সুজন মাহমুদ, মাসুম বিল্লাহ প্রমুখ। পরে ২০১৭ সালে এইচ.এস.সিতে উত্তীর্ন মেধাবী ছাত্র-ছাত্রী ও রচনায় দুই গ্রুপে ৪০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় ছাত্র সমাবেশের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নগর বাউল জেমস, সিলভী সহ বিশিষ্ট শিল্পীগন সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.