রা ইসলাম॥ বাস্তব আসলেই এমনই হয়। যদিও কঠিন এই বাস্তবের মুখোমুখি আমরা সবাই তারপরও বলব এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে আমাদের সকলের প্রাণপন চেষ্টার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব মানবতার মা এবং তাঁরই যোগ্য উত্তরসূচী জনাব সজীব ওয়াজেদ জয়। আজ বলতে ইচ্চে করে এই ভয়ঙ্কর ধর্মখেকো, মানুষ খেকো, সমাজ খেকো, সংস্কৃতি ও স্বাধীনতা খেকো সর্বোপরি বিবেক খেকো মানুষগুলোর একজন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর অযোগ্য ঔরসজাত সন্তাদ্বয়।
সমাজের রন্দ্রে রন্দ্রে ঐ আনিছ স্বভাবের প্রসারণ ঘটিয়ে যে বিনাশ করেছে এবং আগামী দিনের করার জন্য ফন্দি আটছে তা থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে এবং রাষ্ট্্রকে নিরাপদে রাখতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে এবং আগামী নির্বাচনে এই খেকোদের বিরুদ্ধে সোচ্চার থেকে কাজ করে যেতে হবে। আসুন আমরা দল মত ও ভিন্ন পথের এক সম্মিলন ঘটায় ঐ খেকোদের বিরুদ্ধে। খেকোদের কাছ থেকে রক্ষার নিমিত্তেই এক ও অভিন্ন লক্ষ্যে আগামী নির্বাচনে কাজ করি সকল ভেদাভেদ ও মতদ্বন্ধিতা ভুলে গিয়ে। আমাদের সকলের প্রত্যাশা হউক জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা এবং বৈসম্যহীন নিতি ও স্বচ্ছতার ভিত্তিকে আগামীর জীবন মান উন্নয়ন এবং অগ্রগতি।