বেসিস বনভোজন আজ

টিআইএন॥ আজ শনিবার (৩/২/১৮) রোজ শনিবার বেসিস এর বনভোজ অনুষ্ঠিত হচ্ছে। এতে বেসিস মেম্বাররা স্ব পরিবারে এক আনন্দ ঘন মুহুত্ব উপভোগ করে আগামী দিনের সম্প্রীতি ও পারস্পরিক সহযোগীতায় বিনিসুতোর বন্ধনে আবদ্ধ হবে।  basis piknik
বরাবরের মত এবারের বনভোজন বা পিকনিক এর প্রধান আকর্ষণ বেসিস মন্ত্রী পরে বাংলাদেশের মন্ত্রী মোস্তাফা জাব্বার ভাই এবং তারে সাথে সকলের প্রীয পুলক ভাই। এই দুজনের উপস্থিতি সব সময়ের চেয়ে এবারে একটু ব্যতিক্রম কারণ ওনারা দুজনই এখন একই মন্ত্রণালয়ের মন্ত্রী আর বেসিস মেম্বারদের প্রীয় ভাই। যারা আজ এই আনন্দে শরীক হয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা এবং যারা বিভিন্ন জরুরী প্রয়োজনে এই মহতি আয়োজনে এবং উপভোগ্য পিকনিকাবেশে স্বশরীরে উপস্থিতি হতে পারেন নি তাদের জন্যও রইল শুভকামনা। কারণ বেসিস এক এবং অভিন্ন এবং আগামী দিনের সকল কর্মকান্ড হউক জন এবং দেশের কল্যাণে।
আজকের আয়োজনে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে- তাদের মধ্যে সর্বজন আমার প্রীয় বন্ধু দেলোয়ার হুসের ফারুক এবং তার সঙ্গে যারা রয়েছে আরেক বন্ধু সোহেল ও বর্তমান বেসিস প্রেসিডেন্ট আলমাছ কবির ভাইসহ অন্যান্যরা।
আগামী দিনের বেসিস হউক আরো সুন্দর এবং কার্যকরী যা দেশকে আরো অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। দেশ পাবে আরো নতুন নতুন মোস্তাফা জাব্বার। পিকনিক সফল ও সুন্দর এবং শান্তিপূর্ণ হউক। সকলে সুন্দরভাবে পিকনিক শেষে আবার যার যার নীড়ে ফিরে আসুক প্রশান্তির নিশ্চয়তার আবেশ নিয়ে। এক কামনায়….।

Leave a Reply

Your email address will not be published.