টিআইএন॥ পবিত্র আশুরা উপলক্ষে আজ দুপুরে নগরীর হোসেনী দালান ও ইমামবারা পরিদর্শন করেন মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন। পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন গত বছরের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএমপি, র্যাবসহ নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতায় হোসেনী দালানসহ পুরো এলাকা নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। শোকাবহ পরিবেশে শিয়া ও সুন্নি সম্প্রদায় যাতে কারবালার শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সকল ধর্মপ্রাণ নাগরিককে ডিএমপির নির্দেশনা মেনে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিশিলে অংশগ্রহণ এবং ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের আহবান জানান। মাননীয় মেয়র আরও বলেন, আশুরা মুসলমান সম্প্রদায়ের জন্য পবিত্র একটি দিন। এ দিনে হোসেইন (র.) ইসলামের নিদর্শন প্রতিষ্ঠা করতে শহীদ হয়েছেন। আশা করি, ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশে বিশৃঙ্খলা না করে আমরা দিনটি পালন করবো।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post