ভজন শংকর আচার্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাজারের ব্যবসায়ি মো.ইয়াকুব মিয়ার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার দাবিতে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী । গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খাড়েরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সকল ব্যবসায়ি ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
খাড়েরা বাজার পরিচালনা কমিটি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। মানববন্ধনে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমেদ খান, মাহবুবুল আলম বাবু, ওয়ার্ড মেম্বার এরশাদুর রহমান, মো.আইয়ুব মিয়া, রফিকুল ইসলাম, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। এলাকাবাসী ব্যানার, পোস্টার ও প্লেকার্ড নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ করেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি খাড়েরা বাজারের ব্যবসায়ি, রাধানগর গ্রামের মিজান ভান্ডারীর ছেলে মো. ইয়াকুব মিয়াকে একই গ্রামের ইব্রাহিম মিয়া ও তার কয়েকজন সহযোগী জমির বর্গাকৃত টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে পরিকল্পিত ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের চাচা মোসলেম মিয়া এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়, ঘাতক ইব্রাহীমের কাছ থেকে ৪ বছর পূূর্বে ৪ বিঘা জমি সাড়ে ৪লাখ টাকায় বর্গা নেয় নিহত ইয়াকুব মিয়া। বর্গা দেয়া জমির টাকা ফেরত না দিয়েই জোড়পূর্বক দখল নিতে যায় ঘাতক ইব্রাহীম। এ ঘটনায় নিহতের চাচা মোসলেম মিয়া ঘাতক ইব্রাহীমের কাছে জানতে চায় টাকা ফেরত না দিয়ে কেন জমি দখল দিলো। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহীমের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোসলেম মিয়ার পেটে। এতে তার ভূড়ি বেরিয়ে আসে। চাচার এ অবস্থা দেখে ইয়াকুব চাচাকে বাঁচাতে এগিয়ে এলে তার বুকে ছুরি বসায় ঘাতক ইব্রাহীম। এতে ঘটনাসথলেই মারা যায় ইয়াকুব। এ সময় প্রতিবেশীরা ইব্রাহীমকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। অন্যান্য আসামীদের গ্রেফতার না করায় স্থানীয় সর্বস্তরের জনগন ফুঁসে উঠেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার মূল আসামী আটক আছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।