টিআইএন॥ ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, স্বরাষ্ট্র ও ভুমির উন্নয়নের জন্য যেসকল পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবীদার।
উন্নয়নের চালচিত্রের পঞ্চম কিস্তিতে আজ তা তুলে ধরে হল-
সশস্ত্র বাহিনী :
১। সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ৪৪টি চতুর্থ প্রজন্মের ট্যাংক (এমবিটি-২০০০), ৩টি রিকভারী ভেহিক্যাল এবং ট্যাংক টি-৫৯ এর জন্য ১২৯ টি ওয়্যারলেস সেট (ভিআরসি-২০০০এল) ক্রয়। একটি নতুন রেজিমেন্ট গঠনের সুযোগ সৃষ্টি।
২। আর্মি এভিয়েশন গ্রুপের জন্য ২ ইঞ্জিন বিশিষ্ট ২টি হেলিকপ্টার ও ফিক্সড উইং বিমান ক্রয়
৩। ‘বিজয়’ ও ‘ধলেশ্বরী’ সহ ৪ টি করভেট (যুদ্ধজাহাজ) সংযোজন। জরিপ জাহাজ ‘অনুসন্ধান’ ক্রয়
৪। জাহাজ ও বিমান বিধ্বংসী মিসাইল সংযোজন
৫। বিমান বাহিনীর আধুনিকায়নে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স (শোরাড) ক্রয়
৬। মিগ-২৯ বিমানের জন্য ৪৮টি মিসাইল এবং এফ-৭ সিরিজ বিমানের ৮০ টি মিসাইল সংযোজন
৭। সশস্ত্র বাহিনীর ৩৩ হাজার ৫৩৫ জন শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রেরন
৮। বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন। রাজধানীর সৌন্দর্যবর্ধন।
৯। মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার এবং বনানী রেল ক্রসিং-এ ওভারপাস নির্মান.
স্বরাষ্ট্র :
১। ৬২টি থানাকে মডেল থানায় উন্নীতকরন
২। এসআই ও টিএসআই পদকে ৩য় শ্রেনী হতে ২য় শ্রেনীতে এবং ইন্সপেক্টর পদকে ১ম শ্রেনীতে উন্নীতকরন
৩। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৬ হাজার ৭৭৩জন পুলিশ সদস্য প্রেরন। বিদেশে সুনাম অর্জন
৪। আনসার ও ভিডিপি অধিদপ্তরে নতুন ২ হাজার ২৩৫টি পদ সৃষ্টি
৫। কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার নির্মান। ১৫টি জেলা কারাগার নির্মান
৬। ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান। মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা প্রবর্তন। এর ফলে বাংলাদেশের নাগরিকদের হয়রানি হ্রাস
৭। ২৫৫টি ফায়ার স্টেশন চালু
ভুমি :
১। অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা ২০১২ প্রণয়ন
২। ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালকরন
৩। ১ লক্ষ ২০ হাজার ভুমিহীন পরিবারের মধ্যে ৫৫ হাজার একর কৃষি খাস জমি প্রদান
৪। গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১৬৩টি গুচ্ছগ্রামে ৭ হাজার ১৭২টি ভুমিহীন পরিবারকে পুনর্বাসন, চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে ১২৮টি টুইন হাউজ নির্মান।