প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন মোস্তাফা জব্বার

টিআইএন॥ গত বুধবার এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তার শিক্ষাগুরু জামিলুর রেজা চৌধুরীর সম্মানে প্রধান অতিথির চেয়ার ছেড়ে দেন। শিক্ষক তো শিক্ষকই। ছাত্র বা ছাত্রী যত বড় পর্যায়েই যাক না কেন, শিক্ষকের প্রাপ্য সম্মান থাকে অক্ষুন্ন। এমনই এক দৃষ্টান্ত দেখালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। শুধু তাই নয় এই দৃষ্টান্ত পুর্বেও আমরা দেখেছি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। এইতো সদ্য সমাপ্ত হওয়া বইমেলা উদ্ভোধনকালে লাল গালিচা দিয়ে না হেটে সবুজ ঘাসে সাধারণের সাথে হাটলেন প্রধানমন্ত্রী। কারণ তাঁর শিক্ষক ছিলেন তাঁর সঙ্গে। তিনি তাঁর শিক্ষককে ঐ গালিচা দিয়ে হাটতে দিয়ে নিজে সবুজ ঘাসে সকলের সঙ্গে হাটলেন। এটাই শিক্ষা এবং সভ্যজনের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য দেখানো পথ। আমার ভাই মোস্তফা জব্বারও ঠিক একই কাজ করলেন। আর তিনি তাঁর স্বভাবসুলবতার মধ্যেই এই শিক্ষাকে ধারন ও লালন করেন। RESPECT TEACHER
গত ৭ ফেব্রুয়ারি, বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে আয়োজিত ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন দৃষ্টান্ত দেখান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল মন্ত্রী মোস্তাফা জব্বারকে এবং বিশেষ অতিথি করা হয়েছিল শিক্ষাবিদ ও উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী জব্বার বসেছিলেন প্রধান অতিথির চেয়ারে। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর শিক্ষাগুরু জামিলুর রেজা চৌধুরী মঞ্চে উপস্থিত হলে তিনি নিজে মঞ্চের সামনে গিয়ে শিক্ষাগুরুকে হাতে ধরে মঞ্চে তোলেন। এরপর শিক্ষাগুরুকে প্রধান অতিথির চেয়ারে বসিয়ে পাশের চেয়ারে বসেন মোস্তাফা জব্বার।
মন্ত্রীর এ দৃষ্টান্ত নজর কাড়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা বক্তাদের। তারা গুরুজনের প্রতি এমন সম্মানের দৃষ্টান্তকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.