রাইসলাম॥ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে ২০ দলীয় জোট। গত রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভায় সর্বসম্মতিক্রমে জোটের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দিয়ে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে এজন্য ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে নেয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।
তিনি বলেন, ২০ দলীয় জোটের সভায় বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে সকলে। দেশনেত্রীর মুক্তির দাবিতে অদূর ভবিষ্যতে ২০ দলীয় জোট আলাদা আলাদা কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম; তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে, সভায় বিএনপির কর্মসূচিতে মাঠে থাকার বিষয়ে দ্বিমত জানিয়েছে জামায়াত ইসলাম।
সূত্রে আরো জানা গেছে, গত রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুল হালিম। বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার মুক্তির দাবিতে নেওয়া কর্মসূচি ২০ দলগতভাবে দেওয়ার চেষ্টা করা হলে জামাতের এই নেতা বলেন, এ ব্যাপারে তাঁদের সায় নেই। এটা বিএনপির কর্মসূচি। তারা এতে থাকবেনা।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আমাদের নেতাদের যখন ফাঁসি হয়েছিল, তখনতো আপনারা কিছু করেননি। এসময় অবশ্য খালেদা জিয়ার কারাদন্ডের নিন্দা জানিয়ছেন আব্দুল হালিম।