রাত ১২টায় কারাগারে তুলকালাম : প্রচন্ড ক্ষুদ্ধ বিএনপি চেয়ারপারসন !!

লাকী॥ নিন্মমানের খাবার এবং রুমে তেলাপোকা নিয়ে রাতভর চিৎকার চেঁচামেচি করেছেন বেগম খালেদা জিয়া। প্রচন্ড ক্ষুদ্ধ বিএনপি চেয়ারপারসন বলেছেন, ‘আমি তোমাদের সবাইকে চিনে রাখছি। তোমাদের সবাইকে আমি দেখব। তোমরা কি পেয়েছো?’ AFTER RAI HELEDA IS CRING
বেগম জিয়া জেলের খাবার খান নি। বাড়ি থেকে আনা খাবার না দেওয়ায় তিনি জুস আর ফল খেয়ে রাত্রি যাপন করেছেন। বিপত্তির শুরু হয়, রাত ১২টার দিকে। আকস্মিকভাবে বেগম জিয়ার চিৎকারে ছুটে আসেন দুজন নারী কারারক্ষী। বেগম জিয়া একটি তেলাপোকা দেখে ভয়ে সোফায় পা তুলে চিৎকার করছিলেন।
পরে ওই দুই কারারক্ষী তেলাপোকা সরিয়ে দিলেও বেগম জিয়া খুশি হননি। তিনি কর্মকর্তা কাউকে ডাকতে বলেন কারারক্ষীদের। রাত ১টা নাগাদ ডেপুটি জেলার আসেন কারাগারে। তখন বেগম জিয়া ক্ষোভে ফেটে পরেন। নিম্নমানের খাবার, বস্তির চেয়েও খারাপ পরিবেশে রাখা হয়েছে বলে তিনি চিৎকার করতে থাকেন। ভোর রাত পর্যন্ত চলে এমন পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published.