রিমন॥ ‘বুকের ভেতরটা কেঁপে উঠছে বাবরার! ক্ষোভে, কষ্টে! এভাবে কোন ধর্ষণের বিচার চাইতে দেখিনি আগে। বাবাকে জড়িয়ে ধরে পেছনে মুখ লুকানো মেয়েটির সাথেই ঘটেছে এমন পাশবিক ঘটনা। ঘটনাটি নাটোরের বড়াই গ্রামের।
ডাক্তারি পরীক্ষায় কোন আলামত না পাওয়া গেলেই বেঁচে যাবে ধর্ষক! তাই প্রথম ডাক্তারি পরীক্ষার চূড়ান্ত আলামত গায়েব হয়ে গেছে। আর এই পাশবিক নির্যাতনের সত্যতা প্রমাণের জন্য বাবাকে সাথে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হতে হয়েছে নয় বছরের শিশুটিকে।
অথচ এই পচে যাওয়া সমাজ ধর্ষকদের বাঁচিয়ে দেয়! আর মানসম্মানের ভয়ে মুখ লুকিয়ে রাখা নির্যাতিতরা অনুকম্পা পায়, কিন্তু বিচার পায় না!
আমাদের সুশিল সমাজপতিরা, মুখ লুকানো শিশুটিকে সন্তান আর দাঁড়ানো এই অসহায় বাবার জায়গায় নিজেকে চিন্তা করুনতো! দেখি আপনার বিবেক কি বলে?’
আসহায়ের আত্মনাদ শোনার কেউ কি আছেন????? যদি থাকেন তাহলে আত্মনাদ ও ফরিয়াদের পক্ষে কিছু একটা করুন। তবে সর্বশেষ ভরসা এবং আশ্রয়স্থল মাননীয প্রধানন্ত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনা তিনি কিন্তু এই আত্মনাদে সাড়া দিয়ে পাশে থেকে দৃষ্টান্ত স্থাপনে ভুমিকা রাখবেন। এই ভরসাই এখন আমাদের সকলের।