অমর একুশে বই মেলায় আমার স্মরচিত কবিতা বহি “নবজাগরণ” বইয়ের ভালোবাসা কবিতাটি আজ ভালোবাসা দিবসের জন্য উৎসর্গ করছি,
এডভোকেট হারুনুর রশিদ খাঁন
ভালোবাসা মহৎ গুণ, কয়জনই তা ভাবে
ভুবন হয়রে সৃজন, হয়রে ¯্রষ্টার ভালোবাসার তরে,
জ্ঞানী-গুণী প-িত, প্রেমপ্রীতিতে হয়েছে সুজন
ভালোবাসা অতি মহান, পরের হিতে নিবেদিত প্রাণ।
ভালোবাসা শুধুই নয়রে মানব হৃদয় জাগরণ,
জীব প্রাণ সবই ভালবাসার স্মৃতিতে অম্লান।
ভালোবাসা অতি পবিত্র, নেই কোনো কুৎসিতের চিহ্ন,
আদর ¯েœহ প্রেমপ্রীতি সবই ভালোবাসার রীতিনীতি,
ভালোবাসা যথায় খাঁটি সুখ শান্তি তথায় ঘাঁটি,
অস্ত্র-সস্ত্র হয়রে মরণ, ভালোবাসা শান্তির বাহন
ভালোবাসার সু-বাতাস হিংসা, বিদ্বেষ করে নাশ।
ভালোবাসা নেই যেথায় মনুষ্যত্বের অভাব সেথায়,
ভালোবাসার মূল্য দিবে যে জনা, নীড়ে সুখ পাবে সে জনা
ভালোবাসা বিরাজ করবে যথায় আত্মসুদ্ধি হবে তথায়
ভালোবাসায় হয়রে উন্নতি, হয়রে সফলতা, আনে মঙ্গল বার্তা
ধরায় নেই কোনো শক্তি, ভালোবাসা-ই জীবনের মূল চালিকা শক্তি।