ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট গ্রামে ইভটিজিংকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুট করেছে তিনগ্রামের কতিপয় সন্ত্রাসী। সন্ত্রাসীরা একটি হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে বরকেও হেনস্তা করে তার গলায় পরিহিত স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গায় রূপ নেয়ার পূর্বেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৩ প্লাটুন পুলিশ এসে রাতভর অভিযাান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ জহরলাল ঋষি বাদী হয়ে ১৬জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছে।
সরেজমিনে ঘটনাস্থল ঘুরে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাউৎহাট গ্রামের হরিজন সম্প্রদায় জহরলাল ঋষির ছেলে হুমেন ঋষি বিয়ে অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় সাধন ঋষির কিশোরী কন্যা বরযাত্রী রেখাকে খারাপ উক্তি দিয়ে ইভটিজিং করে একই গ্রামের জামাল মিয়া ছেলে তপু (২২)। এ ঘটনায় কিশোরীর বড় ভাই রায়মন ঋষি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে ইভটিজিংকারী তপু ফোনে খবর দিয়ে পাশ^বর্তী নেমতাবাদ-মনিচং ও চান্দাইসার গ্রামের কতিপয় যুবক এনে স্থানীয় মোখলেছ মিয়ার ছেলে রাব্বির নেতৃত্বে তাদের উপর হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এমনকি বরকেও এরা খুব মারধর করে গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হরিজন সম্প্রদায়ের ৫ জন আহত হয়। এতে গুরুতর আহত অবস্থায় রায়মন ঋষি (২৫) কে কসবা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের পরামর্শে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের সহযোগিতায় বর ও বরযাত্রীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর কনের বাড়িতে পাঠায় এবং বিয়ে অনুষ্ঠান শেষে গতকাল শনিবার সকালে ছেলের বাড়িতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় জামাত-শিবির নেতারা এঘটনাকে দাঙ্গায় রূপ দেয়ার চেষ্টা করে। পুলিশ প্রশাসন বিষয়টি আঁচ করতে পেরে জেলা পুলিশ সুপারের নির্দেশে দ্রুত ৩ প্লাটুন দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। কসবা-আখাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল করিম ও অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন জানান রাতেই তাঁরা অভিযান চালিয়ে মাসুক, জুয়েল,তানভীর নামক ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এদিকে গতকাল শনিবার সকালে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, আলহাজ¦ রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো.ইকবাল হোসেন ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ও কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।