উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন…শেখ হাসিনা

টিআইএন॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ক্ষুদামুক্ত-দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আ. লীগ জনগণের জন্য কাজ করে, বিএনপি নিজেদের আখের গোছায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঘরে ঘরে চাকরি দেয়া হবে। pm rajshahi speace
বিএনপি জনগণের কল্যাণে বিশ্বাস করে না অভিযোগ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হয়। এতিমের টাকা যে মেরে খায় তার সাঙ্গপাঙ্গরা আরো কতকিছু খায় তা আল্লাহই জানে।
খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন বলেই আজ তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি কিসের আন্দোলন করে? টাকা চুরি করে তাদের নেত্রী জেলে গেছেন। চোরের জন্য আন্দোলন করছে বিএনপি।
সরকার যে উন্নয়ন করে বিএনপি তা ধ্বংস করে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, লুটপাট ও হত্যা বিএনপির চরিত্র। এ সময় বিএনপি-জামায়াত রাজশাহীকে সন্ত্রাসের নগর করেছিল উল্লেখ করে তিনি বলেন ৬৩টি জেলায় তারা বোমা ফাটিয়েছিল। রাজশাহীতে ৫ শ মানুষ পুড়িয়েছিল।
একাত্তরে আ. লীগের ভূমিকার কথা তুলে ধরে বলেন, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আ.লীগের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভাস্থলে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী রাজশাহীর ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি মেয়াদে এটি প্রধানমন্ত্রীর রাজশাহী দ্বিতীয় সফর।
প্রধানমন্ত্রী যে ২০টি উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেছেন তার মধ্যে রয়েছে ১৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে পুঠিয়ায় বারনই নদীতে ড্যাম নির্মাণ, ২ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে রাজশাহী (নর্থ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ, ১ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ, ২৪ কোটি টাকা ব্যয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট নির্মাণ।
এ ছাড়াও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ, শহীদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের ৫ তলা একডেমিক ভবন নির্মাণ, দামকুড়া হাট কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, আড়ানী ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, তানোর আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, বাগমারা কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, বিড়ালদহ কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, রাজশাহী মহানগরীর নবনির্মিত ৮টি থানা ও গোদাগাড়ী উপজেলায় প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অপরদিকে, প্রধানমন্ত্রী যে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মধ্যে রয়েছে- ১ হাজার ৫ শ কোটির টাকা ব্যয়ে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ, প্রায় ৯ শ ১৫ কোটি টাকা ব্যয়ে কাশিয়াডাঙ্গা ও মেহেরচন্ডীতে জিআইএস বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, প্রায় ১৮৩ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ, ৫ কোটি টাকা ব্যয়ে সরকারি মহিলা কলেজের ৬তলা ভিত বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণসহ বড়াল নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণ, গোদাগাড়ী ও চারঘাটে ভূমি অফিস নির্মাণ, মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও শাহ মখদুম মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published.