কসবায় সমাপনী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুলিশ সুপারের সংবর্ধনা

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত (২২ ফেব্রুয়ারি) উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের চন্দ্রপুর কল্যান পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৩৯জন শিক্ষার্থী ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম (বার)কে চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেয়া হয়। dig mizan sombordona in kasba
চন্দ্রপুর কল্যান পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী লায়ন ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মো.মিজানুর রহমান পিপিএম (বার) বলেন; মা-বাবাকে পুত্র সন্তান ও কন্যা সন্তানের মাঝে বৈষম্য করা উচিত নয়। বর্তমানে ছেলেদের চেয়ে কোন কোন ক্ষেত্রে মেয়েরা অগ্রগামী। মেয়েরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মা-বাবা মেয়ের দায়িত্ব নিলে মেয়েরাও মা-বাবার দায়িত্ব নেয় এটা সুনিশ্চিত। তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশ্বে একটি উন্নত দেশ। সেই দেশকে তোমরাই নেতৃত্ব দিবে। তিনি বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং প্রতিরোধ, জংগী কার্যক্রম প্রতিরোধে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএসপি সার্কেল আবদুল করিম, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো.মাইনুল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আমির হোসেন, প্রবীন শিক্ষক খন্দকার আবদুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংসদের প্রাক্তন ভিপি আবু জামাল খন্দকার। চন্দ্রপুর কল্যান পরিষদের যুগ্ন-আহ্বায়ক ও সমাজকর্মী মো.মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো.ইকবাল হোসেন, মাহবুব আলম, আল আমিন, মো.আলম, শাহরিয়ার ইকবাল, মোজাম্মেল হোসেন, জোনাইদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.