লিখে দাও “মওদুদ নট ফর সেল”

moududএসকে কামাল॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, শোনো, লিখে দাও, “মওদুদ নট ফর সেল”। মওদুদকে সরকার কিনতে পারবে না। তিনি বলেন, সরকার কি আমাকে কেনার কম চেষ্টা করেছে!! পারেনি। “মওদুদ দালাল না, বেঈমান নয়”। তোমরা তো মিশনে নেমেছো, বিএনপি ভাঙবে!! চেষ্টা করে দেখো, পারবে না।
তিনি আরো বলেন আমি উপ রাষ্ট্রপতি ছিলাম, উপ প্রধান মন্ত্রী ছিলাম-আইন মন্ত্রী ছিলাম, কখনো আমার ক্ষমার লোভ ছিলোনা। আরো বলেন, ম্যাডামকে জেলে নিয়ে সরকার সমঝোতার সব পথ বন্ধ করে দিয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, আমাকে এক কাপড়ে বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দিয়েছে। তারপর কী করে ভাবো, আমি বিএনপি ভাঙবো!!! ইমপসিবল।
তিনি বলেন, “বিএনপি ভাঙার যে দিবা স্বপ্ন সরকার দেখছে, তা কোনোদিনই সফল হবে না, আমি তো নয়-ই, কোনো নেতাই বেগম জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না” বেগম জিয়া মুক্তি পেলেই কী নির্বাচনে যাবে? এমন প্রশ্নের উত্তরে, ব্যারিস্টার মওদুদ বলেন, আগে উনি মুক্তিপাক, তারপর দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published.