কসবায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো- লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার কসবায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিলো: শিশু সমাবেশ, আনন্দ র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করে। jibon in birth cake
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন : সহকারী পুলিশ কমিশনার ( কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম রঙ্গু।
এদিকে কসবা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুল বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করে। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সিডিসি প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন: শিক্ষার্থী জান্নাতুল নাইমা প্রাপ্তি, ফারজানা আফরিন সেতু, শিক্ষিকা ঝর্ণা রায়, সন্ধ্যা রানী সাহা, নাসির উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.সোলেমান খান।
অপরদিকে কসবা উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও এতিম শিশুদের সাথে কেক কেটে দিবসটি পালন করেন। কসবা মহিলা মাদরাসা প্রাঙ্গনে ছাত্রলীগ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আলী রেজা পলাশ। অনুষ্ঠানে উপস্থিত পৌর কাউন্সিলর আবু জাহের, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব ভূইয়া,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক ও সাংবাদিক ভজন শংকর আচার্য্য। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মহিলা মাদরাসা অধ্যক্ষ মাও: গোলাম ছাদেক।

Leave a Reply

Your email address will not be published.