কানাডার রাস্তায় উড়ে বাংলাদেশের পতাকা

সাকিব আল হাসান, টরেন্টো থেকে॥ কানাডার রাস্তায় বাংলাদেশি পতাকা নিয়ে চলল ৭১ গাড়ী। এই ৭১টি গাড়ি চলছে সারিবদ্ধভাবে। প্রতিটি গাড়িতেই উড়ছে লাল সবুজের বাংলাদেশের পতাকা। সাথে আছে কানাডার জাতীয় পতাকা। ব্লাফার্সপার্ক থেকে বের হয়ে গাড়িগুলো যখন কিংস্টন রোডে ওঠে কৌতূহলী মানুষ বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। উল্টো দিক দিয়ে যেতে যেতে চলমান গাড়ি থেকে হর্ন বাজিয়ে, হাত নেড়ে শুভেচ্ছাও জানায় অনেকে।bangladesh flag in canada road
টরন্টোর রাস্তায় অভুতপূর্ব এই দৃশ্যের সৃষ্টি হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত মোটর শোভাযাত্রাকে ঘিরে। গত রবিবার বিকেলে ‘দ্য গ্রিন অ্যান্ড রেড হুইলার্স’ নামে বাংলাদেশি কানাডিয়ান তরুণদের একটি সংগঠন ব্যতিক্রমী এই মোটর শোভাযাত্রার আয়োজন করে। কমিউনিটিতে এই ধরনের আয়োজন এই প্রথম। অভিনন্দন সেই সব উদীয়মান তরুণদেরকে, যারা এতো সুন্দর একটি আয়োজন করেছে বিদেশের মাটিতে।
প্রবাসী হয়েও বাংলা এবং বাংলাদেশকে ভালবেসে যে সম্মান দেখিয়েছে তার জন্য আমরা ঐ বাঙ্গালী বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিকদের সাধুবাদ জানাই এবং বাংলাদেশে আসার আহবানও জানাই। পির্তৃজন্মভুমির প্রতি ভালবাসার প্রতিদান শুধু ভালবাসাই উপহার দিতে চাই এবং দুইদেশের মৈত্রী আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।
জয় বাংলা; জয় বঙ্গবন্ধু; চীরজীবি হউক বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published.