কসবায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল রবিবার (২৫ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত এবং রাত ৯ টা থেকে ৯টা ১মিনিট প্রতীকি ব্ল্যাক-আউট।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:মো.নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন আকন্দ ও শিক্ষার্থী আমাতুর রাহীম। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাসিনুর রহমান তালুকদার।

Leave a Reply

Your email address will not be published.