ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল সোমবার (৯ মার্চ) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। বাঙালীর ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন করেন উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন। মঙ্গল শোভাযাত্রায় সাজ সজ্জার মাধ্যমে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশার ( ভূমি) জোবাইদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসিুনুর রহমান তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মো.নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, কসবা থানা ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান, কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাগন ও সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।