কসবায় সিদীপ’র উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল কসবায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ) এর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিলো স্কুলের ছাত্র-ছাত্রীদের নাচ, গান, আবৃতি ও পুরস্কার বিতরন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে উপজেলার ৪টি স্কুলের ৬২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
সাংস্কৃতিক প্রতিযেগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন: মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাসিনুর রহমান তালুকদার, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সিদীপ’র এরিয়া ম্যানেজার মো.শহীদুল ইসলাম, কুটি ব্রাঞ্চ ম্যানেজার মো.শাহাদত হোসেন ও মাহবুবুল আলম।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকেই পুরস্কৃত করা হয়। এদের প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকÑশিক্ষার্থী-অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.