নববর্ষের শুভেচ্ছা (বাংলা নববর্ষ ১৪২৫)

jibonপ্রিয় কসবা আখাউড়া বাসী
আমার সামাল ও শুভেচ্ছা এবং ভালবাসা নিবেন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনাদের প্রয়োজনে আমি রাতদিন পরিশ্রম করে যাচ্ছি এবং শ্রদ্ধেয় মন্ত্রীমহোদয়ের সকল উপহার ও ভালবাসা পৌঁছে দিচ্ছি। গতবারের সকল ভেদাভেদ ভুলে নতুন বছরের প্রতিজ্ঞা হউক সকলে মিলেই কসবা এবং আখাউড়াকে উন্নয়নের নবরূপে সাজাব। আনিছুল হক, মাননীয় মন্ত্রীর স্বপ্নের কসবা ও আখাউড়া বাস্তবে রূপান্তরিত করব।
আমি সকলকেই ভালবাসি এবং সকলের জন্যই আমার পরিশ্রম। যারা ভুল করে এবং সমস্যা তৈরী করে তাদেরকেও আমি ভালবাসি এবং তাদের প্রয়োজনেও আমি পরিশ্রম করি; যাতে তারা সুখে থেকে নতুন আনন্দ উপভোগ করে নতুন উদ্যমে আগামীর সমৃদ্ধির অংশীদ্বার হতে পারে। আসুন সবাই হাতে হাত এবং কাধে কাধ মিলিয়ে কসবা ও আখাউড়াকে সবদিক দিয়ে একটি শান্তি ও স্থিতিশীলতা উন্নয়ন এবং উন্নত মডেল হিসেবে দ্বার করাতে পারি যাতে অন্যরা আমাদের অনুসরন ও অনুকরণ করে এগিয়ে যেতে পারে।
সকলের জন্য আমার কামনা সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘায়ূ হউন এবং মঙ্গলের মঙ্গলালোকে সামনের দিগন্তে এগিয়ে যান।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Leave a Reply

Your email address will not be published.