প্রিয় এলাকাবাসী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
নতুন বছরের শুরুতেই আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছ সকলকে। বিগত বছরের ন্যায় এবারও আমি আপনাদের সঙ্গে সুখে ও দু:খে পাশে থাকতে চাই। আপনাদের ভালবাসা এবং আমার নেত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনার দেয়া উপহার বার বার আমাকে আপনাদের মাঝে নিয়ে আসে। আগামীতেও ঐ একই কাজ আমি আপনাদেরকে নিয়ে করতে চাই। সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই সাজানো গোছানো এবং উন্নয়নের সর্বোচ্ছ শিখরে পৌঁছার লক্ষ্যে।
আমার বিশ্বাস ও আশা আপনাদেরকে অতীতের ন্যায় পাশে পাব এবং নি:শর্ত ভালবাসার বন্ধনে জড়িয়ে থাকব এই নির্বাচনী এলাকায়। আপনাদেরকে ঘীরেই আমার স্বপ্ন এবং নেত্রীর অভিপ্রায়। যে কাজ এখনও শেষ হয়নি সেই কাজ শেষ করার জন্য এবং আগামী নির্বাচনে নিশ্চিত বিজয় ছিনিয়ে আনার জন্য এখন থেকেই সবাই মিলে মিশে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যাব। নতুন বছরের অঙ্গিকার হউক আগামীর বিজয় এবং উন্নয়নের শীর্ষে পৌঁছা।
সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সার্বজনীন মঙ্গলের মঙ্গলালোকে আবদ্ধ হউন। দীর্ঘজীবি হউন এবং বাংলার আকাশের কালো মেঘ দূর করে নতুন বছরে নতুন সূর্য উদিত করুন সুন্দর, স্থীতিশীল ও নিশ্চয়তা নির্ভর আগামির জন্য।
জয় হউক সকলের এবং চীরজীবি হউক বাংলাদেশ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।