জাফর, চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামেরর ঐতিহাসিক জব্বারের বলী খেলা আগামী ২৫ এপ্রিল। ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১০৯তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। বলী খেলাকে কেন্দ্র করে বসবে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা, মেলা শুরু হবে ২৪-২৬ এপ্রিল। এই মেলা লালদীঘির আশপাশে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটি প্রস্ততি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।
ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে বদরপাতির জব্বার হাউসে অনুষ্ঠিত সভায় আগামী ২১ এপ্রিল থেকে বলীখেলায় অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছে।
ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ১৯০৯ সালে লালদীঘির মাঠে এ বলীখেলার আয়োজন করেছিলেন বদরপাতির আবদুল জব্বার সওদাগর। সেই থেকে আজ পর্যন্ত চলে আসছে এই বলী খেলা।