ইসরাত জাহান লাকী॥ ফেসবুক ষ্ট্যাটাস থেকে নেয়া। এই সত্য ঘটনাটি ভিডিও দেখুন এবং নিজে সংশোধন হউন। একটু আগের ঘটনা। ভিকারুননেছা নুন স্কুল এন্ড কলেজের সামনে। বাচ্চাকে স্কুল থেকে পিক করার জন্য ৭/৮ নং গেটের কাছে আসলাম, দেখি প্রচন্ড জ্যাম, কারণ গাড়ীওলারা তিনলাইন করে পার্ক করে রাস্তা বন্ধ করে বসে আছে আর উনাদের বাচ্চারা স্কুল গেইটে কিছু খাচ্ছে অথবা স্কুলেই খেলায় মত্ব। এদিকে আমার মত রিক্সার যাত্রীরা অনবরত ট্রাফিক পুলিশকে গালি দিতে থাকল। মেজাজ ঠিক রাখতে না পেরে সিভিল ড্রেসে একাই ৩য় সারির দশটি গাড়ীর কাগজ নিয়ে বেতার যন্ত্রের মাধ্যমে সার্জেন্টকে কল দিয়ে নিয়ে আসলাম মামলা করানোর জন্য। বিপত্বি বাঁধল এক সচিব স্যারকে নিয়ে। উনি নিজেকে পিএম এর পিএস বলে পরিচয় দিচ্ছেন, যদিও আমি তা যাচাই করে দেখিনি। উনি মামলা তো দূরের কথা, গাড়ীর কাগজই দেবেন না, আমি যা পারলে করি। আমি উনাকে বারবার স্যার সম্বোধন করে বলি যে উনাকে আমি ছাড়লে সবাইকে ছাড়তে হবে, নইলে বাকী নয়জনের কাছে পরকালে হলেও জবাবদিহি করতে হবে, তাই উনাকে ছেড়ে দিয়ে সেই পাপের দায়ভার নিতে পারব না। উনি আমার উপর দিয়েই গাড়ী চালিয়ে যাবেন এই অবস্থা। আমিও নাছোড় বান্দা, বললাম আমার লাশ পড়লেও আপনাকে মামলা নিয়ে যেতে হবে। উনি খুব গরম দেখাচ্ছিলেন, তাই আমি পথচারীকে ভিডিও করতে বলি, উনার গরম তখন পালালো, আমি নয়শ টাকা জরিমানা করলাম। উনি আমার নাম জানতে চাইলে আমি এক ডিগ্রী এগিয়ে নিজের ভিজিটিং কার্ড দিয়ে সালাম দিয়ে বললাম, ” Sir, you can transfer me anywhere of Bangladesh”। আমি রাস্তার কামলা, কামলাই থেকে যাব, বেতন এক টাকাও কমবে না, আপনি যদি ভদ্রভাবে পরিচয় দিয়ে বলতেন, আমি পিএম এর পিএস, আজকের মত আমাদের সবাইকে ছেড়ে দেন, আর কোনদিন এভাবে গাড়ী রাখব না, আমি আপনাকে সহ সবাইকে সসন্মানে ছেড়ে দিতাম, কিন্তু আপনি ক্ষমতা দেখিয়ে শুধু আপনারটাই ছাড়াতে চাচ্ছেন, অন্য কারোটা নয়, অথচ আপনারা সবাই একই অপরাধে অপরাধী”। বাকী সবাইকেও নয়শ টাকা করেই জরিমানা করেছি। এবার মনে হয় ঢাকার বাইরে পোস্টিংটা খুব দ্রুতই হবে…..!!!!!!!
আমি অমুক, আমি তমুক, এই পরিচয়ে এক্সট্রা প্রিভিলেজ পাওয়ার চিন্তাটা আমরা বাদ দেব কবে? কেন অপরাধ করে তার পানিশমেন্ট টা আমরা নিতে চাই না………..? স্যালুট Tariqul Alam Sumon স্যার। আপনাকে সাহস যোগাতেই আমরা সদা সবদা প্রস্তুত। আপনি এবং আপনারা এগিয়ে যান। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। ভিডিওটি দেখতে গুরে আসুন এই লিংকে: https://www.facebook.com/auddinahamed.sheikh/videos/585211168510763/?t=0 ; https://www.facebook.com/auddinahamed.sheikh/videos/585211145177432/?t=0