বগুড়া প্রতিনিধি॥ বগুড়ার আদমদীঘিতে একটি গ্যারেজ হতে মোটরসাইকেল কেনার উদ্যেশ্যে ট্রায়ালের কথা বলে চুরি করে পালানোর সময় জনতা আক্কেলপুর এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুইজন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তাদের নিকট থেকে ডিসকোভার ১৩৫সিসি একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া সোনাতলা উপজেলার বারঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে রুবেল বেপারী (২৫) ও নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডার গ্রামের আব্দুল মালেকের ছেলে মোছাদ্দেক হোসেন (২২)। এ ঘটনায় আদমদীঘির সাগরপুর গ্রামের সালাউদ্দিন বাদি হয়ে থানায় ওই দুইজনসহ আরও অজ্ঞাত ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই বিকেল ৫টায় উপজেলার আদমদীঘি-সান্তহার সড়কের সিএসডি গেটের নিকট জনৈক ভোলার গ্যারেজে বাদি সালাউদ্দিনের মোটরসাইকেলটি আসামী রুবেল কেনার কথা বলে মোটরসাইকেল ট্রায়ালের জন্য গ্যারেজে থেকে নিয়ে দ্রত পালিয়ে যায়। দীর্ঘক্ষন ফিরে না আসায় সন্দেহের সৃষ্টি হয়ে অপর বসে থাকা আসামী মোছাদ্দেককে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।
এরপর মোটরসাইকেলটি খোঁজাখুঁজির এক পর্যায়ে জয়পুরহাট জেলার আক্কেলপুরের মোহনপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেলসহ রুবেলকে আটক করে পুলিশে সংবাদ দিলে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়।