কসবায় ২টি মর্টার সেল উদ্ধার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় গত শুক্রবার (২০ জুলাই) বিকেলে কায়েমপুর ইউনিয়নের মন্দাভাগ বাজারের পাশে একটি পুকুর থেকে ২টি মর্টার সেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ মর্টার সেল দুটি সনাক্ত করে পুকুরের পানিতে নিমজ্জিত করে রেখেছে। নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মো.আবদুল মালেক জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরের পানি সেচের কারনে কমতে থাকে। স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া নামে দুজন পুকুরে মর্টার সেল দুটি দেখতে পায়। জাকির মিয়া কসবা থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার সেল দেখতে পাওয়া যায় । সেল দুটির গায়ে কিছুটা অস্পষ্ট ভাষায় লিখা আছে ( ১১৭ গক ১৮ ঈঙ৫/৬৪ খঙঞ ৫৪) । লম্বায় প্রায় ১৪ ইঞ্চি। সেল দুটিকে পুকুরের পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সেনানিবাসে আর্টিলারী ইউনিটের অধিনায়ককে অবহিত করা হয়েছে । গতকাল শনিবার সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল এসে সেল দুটোকে নিস্ক্রিয় করবেন বলে জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নিস্ক্রিয় করার আগ পর্যন্ত ঘটনা স্থলে পুলিশ মোতায়েন থাকবে।
স্থানীয়রা জানান; ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদারদের সাথে মন্দাভাগ, দেউশ ও চান্দলা এলাকায় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাথে তুমুল যুদ্ধ হয়েছে। ওই সময়ে এ ধরনের ভারী সেল ব্যবহৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.