কসবায় মহানগর ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ দূর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি ॥ এক যাত্রী আহত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন সংলগ্ন তারাপুর এলাকায় গত মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধায় বালু ভর্তি ট্রাকের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেনটি অল্পের জন্য বড় ধরনের দুঘর্টনা থেকে রক্ষা পেলেও এক যাত্রী গুরুতর আহত হয়েছে। এ কারনে চারটি রেলপথের সাথে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
কসবা রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে; গতকাল মঙ্গলবার সন্ধায় সাড়ে ৬টায় কসবা পৌর শহরের তারাপুর এলাকায় একটি বালু ভর্তি ট্রাক রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ট্রাকটি অর্ধেক গিয়ে রেললাইনে আটকে যায়। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলী ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করে তারাপুর এলাকায় পৌছলে ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। ট্রাকের চালক লাফ দিয়ে প্রানে বেঁচে যায়। ট্রাকটি ছিটকে গিয়ে অনেক দুরে পতিত হয়। ট্রাকের ভাংগা অংশ ছুটে গিয়ে ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অজ্ঞাত (৩০) এক যাত্রী গুরুতর আহত হয়। তাকে সংজ্ঞাহীন অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ট্রাক দুঘর্টনার কারনে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে কসবা রেল স্টেশনের লোকজন রেল লাইন সংস্কারে ব্যবহৃত তমা গ্রুপের ক্রেন দিয়ে ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চিকিৎসক মো. খোরশেদ আলম বলেন; আহত ছেলেটির তার দুটি পা থেতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় তার অবস্থা আশংকাজনক। তাকে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. লুৎফুর রহমান মোল্লা বলেন; বালু ভর্তি ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় অর্ধেক গিয়ে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী অতিক্রম করার সময় ট্রাক চালক লাফ দিয়ে বেঁচে যায়। ইঞ্জিনের সাথে ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হয়। ভাগ্যক্রমে বড় ধরনের দুঘর্টনা থেকে ট্রেনটি রক্ষা পেল

Leave a Reply

Your email address will not be published.