তোমরা শান্ত হও, ক্লাসে ফিরে যাও: শিক্ষার্থীদের সেতুমন্ত্রী

প্রশান্তি প্রতিনিধি॥ বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।tomra classea ferea jao
গত মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকার চুপ করে বসে নেই। ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে। এখানে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.