কসবায় মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিন মাদ্রাসা শিক্ষকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মনবাড়িয়ার কসবায় মাদরাসা ছাত্র হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন শিক্ষককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেপ্তার হওয়া তিন শিক্ষক হলেন; কসবা পৌর এলাকার আড়াইবাড়ি ইক্বরা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাব্বির আহাম্মদ (৩৩), শিক্ষক মাসুদ রানা (৫৫), মনিরুল ইসলাম (৩১)। গতকাল (১ আগষ্ট) মামলার তদন্তকারী কর্মকর্তার ১০ দিন রিমান্ডের আবদনের প্রেক্ষিতে ৪ দিনের এ রিমান্ড মঞ্জুর করেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানা এস.আই জাকির হোসেন জানান; ঘটনার একমাস পর গত সোমবার ৩০ জুলাই ময়না তদন্তের প্রতিবেদন আসে। ময়না তদন্তে আসে আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। গত সোমবার নিহতের পিতার দায়ের করা হত্যা মামলায় সোমবার রাতেই গ্রেফতার করা হয় আসামীদের। আড়াইবাড়ী ইক্বরা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার গ্রেফতারকৃত তিন মাদরাসা শিক্ষককে গত মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হাজতে পাঠায়। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতে ওই তিন আসামীকে আদালতে পুনরায় হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট শরাফউদ্দিন আহাম্মদ পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য গত ২৯ জুন পৌর এলাকার আড়াইবাড়ি ইক্বরা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় ওই মাদরসার ছাত্র মো.মুনিম আহমেদ (১০)। পরদিন মাদরাসার পাশে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের দিন ওই তিন মাদরাসা শিক্ষকের রহস্যজনক আচরন এবং কথা-বার্তায় সন্দেহ হয় মুনিমের বাবার । তখন তিনি মামলা না করে ময়না তদন্তের জন্য অপেক্ষা করতে থাকেন। তার সন্দেহ ছিলো ওই তিন মাদরাসা শিক্ষকের প্রতি। মৃতদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠায় পুলিশ। গত সোমবার ময়না তদন্তের প্রতিবেদনে আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। ওইদিনই নিহতের পিতা মো.নিজাম বাদি হয়ে তিন শিক্ষককে আসামী করে হত্যা মামলা দায়ের করেন কসবা থানায়। ওই রাতেই তিন আসামীকে গ্রেফতার করে গত মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.