ভজন শংকর আচার্য্য কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে কসবা প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। গত সকাল ১১ টায় উপজেলা সদরে স্বাধীনতা চত্ত্বর মোড়ে কসবা প্রেসক্লাব সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি মো.সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন: কলাম লেখক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল কাইয়ুম, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নাজমুল হক সজল, কসবা টি.আলী কলেজ অধ্যক্ষ সাংবাদিক আবুল কালাম আজাদ, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা, যুগ্ন-সাধারন সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি মো.সোহরাব হোসেন, যায় যায় দিন প্রতিনিধি মো.শাহআলম, যুগান্তর প্রতিনিধি বোরহান উদ্দিন, আমাদের সময় প্রতিনিধি রুবেল আহমেদ, আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, বিজয় টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জল, ভোরের ডাক প্রতিনিধি এড: দীপক চন্দ্র দাস, সাংবাদিক আবদুল হান্নান ও কার্ত্তিক কর্মকার প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় গত ২৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সহ আহত সাংবাদিকদের ক্ষতিপুরন দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।