ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়কে সরকারীকরন করায় গত সোমবার (১৩ আগস্ট) কসবা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা। এজন্য তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এলাকাবাসীর দাবী অনুযায়ী প্রায় পাঁচ দশক পূর্বে প্রতিষ্ঠিত এ কলেজটিকে সরকারীকরনে সর্বাত্মক সহায়তা করায় তারা আইনমন্ত্রী আনিসুল হককেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যলয়ের শত শত শিক্ষার্থী এ আনন্দ মিছিলে অংশ নেয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অত্র এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে অভিনন্দন জানাতে সকাল থেকেই কলেজে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। কলেজ থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়ে কসবা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা নতুন বাজার গিয়ে শেষ হয়।
সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আনন্দ মিছিল করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে সেখানে গিয়ে বক্তব্য রাখেন, আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার জীবন, যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.আলমগীর আহমেদ, উপাধ্যক্ষ আবু ইসহাক ভূইয়া, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন। এসময় উপস্থিত ছিলেন কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী ভূইয়া, বিনাউটি আওয়ামী লীগ সভাপতি মো.কামাল হোসেন, আদর্শ মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিয়াদ, সাধারন সম্পাদক শ্যামল সহ কলেজের সকল শিক্ষকগন।
উল্লেখ্য সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলার আওয়ামী লীগের নিবেদিত প্রানপুরুষ মরহুম এবি ছিদ্দিক ১৯৬৯ সালে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রায় পাঁচ দশক আগে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে এটিই ছিলো উপজেলার একমাত্র কলেজ । এই কলেজটিকে সরকারীকরন করায় এলাকাবাসী ও সুধীজনরাও সরকারকে ধন্যবাদ জানান।