কসবায় মাদককাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ ॥ দুই মাসের কারাদন্ড

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় মাদকাসক্ত ছেলে ইয়াছিন মিয়া (২২) কে ছেলেকে পুলিশে সোপর্দ করে মা-বাবা। নেশার টাকার জন্য বাবা-মায়ের উপর আক্রমণ করে ইয়াছিন। না দিলে মারধোর করে এমনকি বাড়ি-ঘরও ভাংচুর করে। গত মঙ্গলবার সেই মাদকাসক্ত ইয়াছিনকে পুলিশ ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে ২ মাসের কারাদন্ড দেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার। ইয়াছিন মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ি গ্রামের লিটন মিয়া ও হোসনা বেগমের ছেলে। গত মঙ্গলবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে; ইয়াছিন মিয়া মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধোর করে। বাড়ি-ঘরও ভাংচুর করে। গত মঙ্গলবার সকালে নেশার টাকার জন্য আবারও বাবা-মায়ের উপর আক্রমণ চালায়। ইয়াছিনের বাবা-মা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইয়াছিনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। আদালত তাকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন।
ইয়াছিনের মা হোসনা বেগম বলেন, নেশার টাকার জন্য সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। মাদকাসক্ত সন্তান একটি পরিবারকে জাহান্নাম বানিয়ে দেয়। সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার বলেন; ইয়াছিন মাদক সেবন ও বাবা-মায়ের উপর আক্রমনের কথা আদালতের কাছে স্বীকার করেছেন। তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে ইয়াছিনকে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. জাকির হোসেন বলেন; ইয়াছিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য বাবা-মাকে মারধোর করে। তার বাবা-মা পুলিশের কাছে সোপর্দ করেছে। ভ্রাম্যমান আদালত দুই মাসের কারাদন্ড দিয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.