কসবায় জাতীয় শোক দিবসের সভায় আইনমন্ত্রী পাকিস্তানের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; kasbai ain montry 15পাকিস্তানের প্রেতাত্মারা এখনো এ দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে দুর্বল করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা চায় পাকিস্তানের মতো গন্ডগোল বাংলাদেশেও হোক। তাদের আমলে ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা হয়েছিলো। বিএনপির শাসনামলে সারা বাংলাদেশের ৬১ টি আদালতে একযোগে বোমা হামলা হয়েছিলো এবং এ হামলায় দুই জন বিচারক নিহত হয়েছিলেন। তাদের কাছে এটাই হচ্ছে আনন্দ। তিনি বলেন, বিদেশে থাকা বঙ্গবন্ধুর হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচন করার আহ্বান জানান। মন্ত্রী গত বুধবার (১৫ আগষ্ট) বিকেলে স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের উদ্যেগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন বিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভ’ইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আওয়ামী লীগ নেতা মো.ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.