টিআইএন॥ মিডিয়া এবং ঘনিষ্টজনের মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদের জন্য তিনি সোহেল তাজ মনোক্ষুন্ন হয়েছেন। যা তার ফেসবুক পেইজে জানান দিয়েছেন। আমরাও একমত তাঁর সঙ্গে তবে কি হতে কি হলো সবইতো প্রধানমন্ত্রীর চমক। আর এই চমকই আজ সকলের উর্দ্ধে। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নেতাকর্মীদের মাঝে আলোচনার কেন্দ্রে ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। তবে সব আলোচনার অবসান ঘটিয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি রাজনীতিতে সক্রিয় নই।’ ফেসবুকে তিনি লিখেছেন, ‘আপনাদের মন্তব্য এবং গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে, অনেকের ধারণা সদ্য অনুষ্ঠিত আওয়ামী লীগ কাউন্সিলে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এও প্রচারিত হয়েছে যে, আমি দেশে ফিরেছি কাউন্সিলের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারো কাছে চাইনি এবং আশাও করিনি, কারণ বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই’।