শাহবাজপুর থেকে নওশীন॥ হাড্ডিসার এই শক্তিহীন মানুষটি চলাচলের শক্তি হারিয়ে ফেলেছে অনেক আগেই। চোখেও এখন আর তেমন দেখতে পায় নি। শরীরটা একেবারেই ন্যুয়ে পড়েছে। পেটের দায়ে লাঠিতে ভর দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে মনছের আছি। বয়সের ভারে ন্যুয্য হয়ে পড়েছে তাই এখন ভিক্ষা করার সুযোগ ফুরিয়ে যাচ্ছে। ১০৩ বছর বয়সে সে এই অবস্থায় কিভাবে চলবে। […]