উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কসবায় ৭দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান-দেশী ফল বেশী খান”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট জনদের সমন্বয়ে র‌্যালী শেষে উপজেলা সুপার মার্কেট প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.কবির হোসেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহবায়ক কুদ্দুছুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.মনির হোসেন, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় এলাকার বিভিন্ন নার্সারীর উৎপাদিত দেশীয় জাতের কাঠ, ঔষধি, ফল ও ফুলের চারার ১৩টি ষ্টল বসেছে। বৃক্ষ মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মাঝে বৃক্ষ রোপনে ব্যাপক সাড়া পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.