হাসান ভুইয়া মন্ট্রিল॥ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন জানিয়েছিল কানাডা। তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডো। অসমান্য সেই অবদানের জন্য ২০১২ সালে পিয়েরে ইলিয়ট ট্রুডোকে মরণোত্তর বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিথ করা হয়। দীর্ঘদিন পর বাবার সম্মাননা পুরস্কারটি জাষ্টিন ট্রুডোর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।