ইউনিয়নের সাথে সমঝোতা চুক্তি

ঈদের আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদক প্রতিমন্ত্রীর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে পিডিবি ইউনিয়ন নেতারা। সমঝোতা অনুযায়ী পিডিবিকে হোল্ডিং কোম্পানি করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। অর্থাৎ পিডিবির অধীনে অন্য সব কোম্পানি থাকবে। তবে এই প্রক্রিয়া কবে নাগাদ বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করা হয়নি। সমঝোতা চুক্তিতে বলা হয়, বর্তমানে সকল কোম্পানির কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীকালে স্বল্পতম সময়ের মধ্যে সকল কোম্পানি নিয়ে একটি হোল্ডিং কোম্পানি গঠিত হবে। সকল কোম্পানি এই হোল্ডিং কোম্পানির আওতাধীন থাকবে। এই হোল্ডিং কোম্পানি হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পিডিবির আন্দোলনরত নেতাদের সঙ্গে করা সমঝোতা চুক্তিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়া বিউবো শ্রমিক কর্মচারি কর্মকর্তা ঐক্য পরিষদের আহবায়ক মো: মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এম এম সিদ্দিক, বিউবো, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো: রুহুল কবির, বিউবো ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি মো: ফজলুল রহমান খান, সাধারণ সম্পাদক মো: জিয়াউদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি১৯০২) সিবিএ’র সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মিয়া সাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published.