কসবায় ১৮টি কর্মকর্তার পদ দীর্ঘদিন যাবত শুন্য ॥ কার্যক্রম পরিচালনা বিঘিœত

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তার পদ দীর্ঘদিন যাবত শুন্য থাকায় অফিসের কার্যক্রম পরিচালনা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।
শুন্য পদগুলো হচ্ছে,সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা সেটেলমেন্ট অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (মউ) ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) পদে ২ জন।
অপরদিকে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক এবং কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান ও সহ-প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। ভূক্তভোগীরা জানান,দীর্ঘদিন যাবত পদগুলো শুন্য থাকায় সঠিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published.