প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে হক সাহেবের উপহার

প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে সৈয়দ হক কবিতায় যা উচ্চারণ করেছেন, সুস্থ থাকলে ২৮ সেপ্টেম্বর হয়ত নিজেই স্বকন্ঠে আবৃত্তি করতেন। কিন্তু তার আগের দিন নিজেই বিদায় নিয়ে চলে গেলেন ৮০ বছর বয়সে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার কবিতাটা অঅর আবৃত্তি করা হলো না। শেখ হাসিনার উদ্দেশ্যে কবির লেখা কবিতাটি নিচে হুবহু তুলে ধরা হলো:
আহা, আজ কী আনন্দ অপার! সৈয়দ শামসুল হক
আহা, আজ কী আনন্দ অপার
শুভ শুভ জন্মদিন দেশরতœ শেখ হাসিনার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরতœ শেখ হাসিনার
পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর
নৌকা ডোবে নদীর জলে
সবাই বলে নৌকা তুলে ধর
কেইবা তোলে কে আসে আর
স্বপ্নবাহু তাঁর
বঙ্গবন্ধু কন্যার
শুভ শুভ জন্মদিন দেশরতœ শেখ হাসিনার
শেখ হাসিনা সব নদীতে
দুর্জয় গতিতে
টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার
শুভ শুভ জন্মদিন দেশরতœ শেখ হাসিনার
জাতির পিতার রক্তে দেশ
এখনও যায় ভেসে
সেই রক্তের পরশ মেখে দেশ উঠেছে জেগে।
এ দেশ তোমার আমার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরতœ শেখ হাসিনার
আহা, আজ কী আনন্দ অপার!

Leave a Reply

Your email address will not be published.