শোক সংবাদ

নয়ন॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্ মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হান্নান শাহ’র সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসা নেওয়ার সময় মঙ্গলবার ভোরে মারা যান বিএনপির এই নেতা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। গত ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ১১ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
গত ১৩ সেপ্টেম্বর দুপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজির নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন। তারও প্রায় ২ সপ্তাহ পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন তিনি। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয়া হন এই সাবেক সেনাকর্তা। সংসদ সদস্যও নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.